ভাই বোনের ভালোবাসা

আপু পঞ্চাশটা টাকা দেতো।
- কি!! টাকা কি গাছে ধরে নাকি,যে চাইলেই পাবি,
- তুইনা কাল টিউশনির টাকা পেলি, ঐখান থেকে
দেনা আপু।
- কানের কাছে ঘেনর ঘেনর করিস নাতো, ভাগ
এখান থেকে
- আমাকে টাকা দিলেই তো চলে যাই।আচ্ছা
পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা দে।
- ইস্ তোর জ্বালায় আর পারা গেল না।এই নে
বিশ টাকা ভাগ এখন থেকে।
- মাত্র বিশ টাকা দিলি।ok সমস্যা নাই চটপটি
এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাব।তখন কিন্তু
আবার নজর দিস না।
- কি!!চটপটি খাবি তুই।এইনে আরো বিশ টাকা
আমার জন্যে ও আনিস।
.
মোট চল্লিশ টাকা নিয়ে রাফি দরজার সামনে
গিয়ে বলতে লাগলো।আমি কি তোর মত মেয়ে
মানুষ নাকি যে চটপটি খাব।আমার ক্রিকেট ম্যাচ আছে,তাই
টাকাটা দরকার ছিল তাই তোকে বোকা বানিয়ে নিয়ে
গেলাম।
.
-তবেরে পাজি তোর একদিন কি আমার একদিন।
খবরদার আমার টাকা দিয়ে যা,না হয় বাসায়
ডুকতে দিব না।
.
কে পায় আর রাফির নাগাল। ততখনে এলাকা ছেরে
খেলার মাঠে,,,,পউছে গেছে
.
রাফির বড় বোন শাওন্তি।রাফি যাওয়ার
কিছুক্ষণ পরেই চটপটি রান্না করেছে কিন্তু
খায়নি।মনস্থির করেছে রাছি আসলে তাকে
দিখিয়ে দেখিয়ে খাবে।একফোঁটাও দিবে না
তাকে।
.
রাত আটটায় বাড়ি ফিরেছে রাফি। রাফি
ভেবে রেখেছে আপু অবশ্যই তাকে বকা দিবে
কিন্তু না কোন টু শব্দ পর্যন্ত করলো না।
.
রাফি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে।কিছুক্ষণ
পর শাওন্তি একটি প্লেটে করে কি যেন এনে
খেতে শুরু করলো।
.
- কি খাস আপু
- মধু খাই মধু।এই মধুর নাম চটপটি, খাবি.....
- দেনা আপু একটু খাই।
- ভাগ এখান থেকে।বিকালে আমার থেকে
চটপটির কথা বলে টাকা নিয়েছিস মনে আছে।
এখন আমি খাই তুই চেয়ে চেয়ে দেখ।
.
রাফি গুমরা মুখে বসে আছে আর শাওন্তি চটপটি
খাচ্ছে আর মিটমিট করে হাসছে।
.
- রাফি ...
-কোন উত্তর নেই,,,,
- ফ্রিজে, প্লেটে চটপটিপ রাখা আছে নিয়ে খা।
আবার না দিলে তো আমার পেট খারাপ হবে।
.
মূহুর্তেই রাফির চেহারা উজ্জ্বল হয়ে গেল।
.
- লক্ষ্মী আপু আমার,এই কথা বলে শাওন্তির গাল
টিপে দিয়ে চটপটি আনতে ফ্রিজের দিকে অগ্রসর
হয় রাফি।
*****
আজ রাফিদের বাড়ি আলোক উজ্জ্বল।নিয়ন
বাতি গুলো জ্বলছে আর নিভছে।শাওন্তির আজ
বিয়ে।বারির আরর সঅবাই আনন্দ করলেও,,একজন ঘরে একাকি
বসে খুব কাদছে,,,,আর কেউ নয়,, , ,,,,, সে রাফি
আপু চলে গেলে কার সাথে সে খুনসুটি করবে।কে
তাকে চটপটি বানিয়ে খাওয়াবে।
.
বিয়ে পরানো শেষ এখন বর যাত্রী শাওন্তি কে নিয়ে চলে যাবে কিন্তু রাফি কিছুতেই মানতে পারছে না তার আপু আর এই বাড়িতে থাকবে না।
.
দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না
করছে।
- রাফি কথা দে ভাই একবার করে হলেও আমার
সাথে ঐ বাড়িতে গিয়ে দেখা করবি।কথা দিলাম প্রতিদিন তোকে আমি চটপটি বানিয়ে
খাওয়াবো
.
রাফির মুখ দিয়ে কথা বের হয় না, শুধুই নির্বাক
দৃষ্টিতে তাকিয়ে থাকে তার আপুর দিকে।
মাথা নাড়িয়ে সম্মতি জানায়।
তার চোখের কোন বেয়ে অশ্রু ধারা নামে।
.
বোন উপস্হিত থাকায় সে বুঝতে পারেনি বোনের
ভালোবাসাটা।আজ বোনের ভালোবাসাটা শুধুই
স্মৃতি।সেই স্মৃতিতে হাতরিয়ে বোনের ভালোবাসাটা উপলব্ধি করে রাফি।
রেসিপি দেখুন
No comments :

No comments :

Post a Comment