মেয়ে এবং বাবা

একটি ছোট মেয়ে এবং তার বাবা একটি ব্রীজ এর উপর দিয়ে যাচ্ছিল। বাবা অত্যন্ত দুশ্চিন্তায় ছিল কারন ব্রীজ টা ঝুঁকিপূর্ন ছিল।
সে তার মেয়ে কে বলল, "মা তুমি আমার হাতটা ভাল করে ধর,
না হলে তুমি নদীতে পড়ে যাবা । "
মেয়েটি তার বাবা কে বলল,
" বাবা তুমি আমার হাত ধর,
আমি তোমাকে ধরব না "
তার বাবা তাকে প্রশ্ন করল , " এর মধ্যে পার্থক্য কি ? একই কথাই তো"
মেয়েটি বলল, "আমি যদি তোমার হাত ধরি তাহলে আমি ভুল করে হাত ছেড়ে দিতে পারি অথবা আমার হাত ছুটে যেতে পারে এবং আমি পড়ে যেতে পারি কিন্তু তুমি যদি আমার হাত ধর তাহলে আমি নিশ্চিত আমার কিছুই হবে না ,
তুমি কখনোই আমার হাত ছুটে যেতে দিবেনা "
এ থেকেই বুঝা যায় সম্পর্কের ভিতর বিশ্বাস থাকাটা সবচেয়ে জরুরী । বিশ্বাস এর উপর আর কিছু নেই !
রেসিপি দেখুন