ভার্সিটিতে চান্স না পাওয়া একটি ছেলের সুইসাইডের আগে তার ডায়েরীতে লিখার কিছু অংশ
#ভার্সিটিতে চান্স না পাওয়া একটিছেলের সুইসাইডের আগে তার
ডায়েরীতে লিখার কিছু অংশ
»আমি প্রতিদিনই বলতাম আজ নয় কাল
থেকে পড়ালেখা শুরু করব।কিন্তু
ফেসবুক,ইন্টারনে
করেছিল যে আমি পড়াতে বসলেও
চোখ থাকতো রঙিন পর্দায়।
(ইন্টার+নেট=এন্
জালে প্রবেশ করা।
এই জালে আবদ্ধ হলে বের হওয়া কঠিন)
»আমার বাবা কষ্ট করে
ম্যাচের,কোচিং এর টাকা
দিয়েছে!আমি তা দিয়ে নেট
চালাইছি।
»আমার বৃদ্ধ বাবা একদিন জরুরি একটা
কাগজ দিবার জন্য ১০ কিঃমিঃ
জায়গা হেটে বাজারে
আসে,আমাকে ই-মেইলে করে
পাঠিয়েছে,সেই কাগজটা ছিল
আমার মার্কশীট।কিন্তু
বাবার কষ্টের দাম দিতে পারিনি।
»পরীক্ষার আগের দিন আমার রোগী
মা ফোনে কেঁদে কেঁদে বলেছিল
বাবা তুই আমাদের একমাত্র ভরসা।তুই
চান্স পাবি আমি জানি,তুইতো বলিস
সবসময় পড়ছ।আমার সে বিশ্বাস আছে।
আমি আমার মায়ের বিশ্বাস নিয়ে
খেলেছি।
»আমার ছোট্ট বোনটি
বলেছিল,ভাইয়া তুই চান্স পাইলে
আমি স্কুলে বান্ধবীরারে মিষ্টি
খাওয়ামু। যদিও আমার বোনের সে
সামর্থ্য ছিলনা।
বিঃদ্রঃআত্মহত্য
সমাধান নয়। (collected)